“সাদা ছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক” এ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে র্যালিটি কোর্ট চত্বর হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুন্সি আলমগীর হান্নান।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ