বরিশালে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোয়া ৪ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার লাহারহাট সংলগ্ন খালে অভিযান চালিয়ে ডুবিয়ে রাখা একটি নৌকার মধ্য থেকে ৫টি বস্তায় ভরা এই কারেন্ট জাল উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।
বরিশাল কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল হোসেন জানান, লাহারহাট খাল থেকে উদ্ধার হওয়া সোয়া ৪ লাখ মিটার কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। ডুবন্ত নৌকা থেকে ৫টি বস্তায় ভরা এই কারেন্ট জাল উদ্ধার করা হলেও এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত কারেন্টজাল শুক্রবার রাতেই নগরীর রসুলপুর চরে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল