পঞ্চগড়ে ছেতনাই নদীতে ডুবে রোহান নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের পাইকপাড়ায় ছেতনাই নদীতে এ ঘটনা ঘটে।
মৃত রোহান ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি সকালে হাঁটতে হাঁটতে বাড়ির পাশের নদীতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখা যায়।
পরে তারা শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৬/হিমেল