রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রাকচাপায় সাদ্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাসু বোয়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তসির রহমান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সাদ্দুর রহমান বাইসাইকেলে চড়ে বাগমারার হাটে পান বিক্রি করতে যাচ্ছিলেন। পথে পালশা নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটিকে থানায় নেওয়া হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আর ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ১৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম