ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি এলাকার কয়ারগাছি আশ্রয়ন প্রকল্পের সামনে বালিবোঝাই ট্রাকের চাপায় অজ্ঞাত এক নছিমন চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কয়ারগাছি আশ্রয়ন প্রকল্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় নসিমনের চালক রাস্তার উপর পড়ে গেলে পেছন থেকে একটি বালিবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ