ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাকিবুল ইসলাম (২০) ও সাদ্দাম হোসেন (২১)। রাকিবুল জেলার বিজয়নগর উপজেলার শাতিলপাড়া এলাকার হাজি সুন্দর আলীর ছেলে ও সাদ্দাম হোসেন একই এলাকার মাজু মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল