যশোরের শার্শায় পিকআাপ ভ্যানের ধাক্কায় বিল্লাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে শার্শার নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল শার্শার কাঠুপাড়া এলাকার সফিকুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বিল্লাল মোটরসাইকেলযোগে শার্শার দিকে যাচ্ছিল। এ সময় নাভারণ বাজারের কাছে আসলে পেছন থেকে একটি পিকআাপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পিকআপভ্যানটি তার শরীরের উপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আফজাল হোসেন বলেন, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬ অক্টোবর ২০১৬/হিমেল