কিশোরগঞ্জের তাড়াইলে নিখোঁজের দুই দিন পর নরসুন্দা নদী থেকে রীমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দিকদাইর ইউনিয়নের রাজঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে গুজাদিয়া করনসী এলাকার ইচ্ছাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
রীমা পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। গত রবিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় রীমা। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শওকত জাহান জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করে। মরদেহের পেট কাটা এবং শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের লোকজনের অভিযোগ তাকে হত্যা করে নদীতে মরদেহ ফেলে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ