মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চোর মর্দন এলাকায় বাড়ি ফেরার পথে তাহমিনা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তাহমিনা উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও চোর মর্দন এলাকার মো. তফিজউদ্দিনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসির টেষ্ট পরীক্ষা শেষে বাড়ির ফেরার পথে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দুস্কৃতকারীদের হামলার শিকার হয় তাহমিনা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান।
তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল