দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম গাঁজা ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল