যশোরের সিংগিয়া রেলস্টেশনে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার ভোররাত ৪টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে দীর্ঘ সময় আটকে থাকে। সকালে খুলনা থেকে যাত্রীবাহী কপোতাক্ষ, বেনাপোল কমিউটার ও রূপসা এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসার কথা থাকলেও কোন ট্রেন নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
ঘটনার পর পরই লাইনচ্যুত হওয়া ট্রেনটি সরিয়ে নেয়ার জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন আসে। দেড় ঘণ্টার মধ্যেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল