চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৫০) নামে এক ক্যাবল অপারেটর কর্মী নিহত হন। আজ সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর শপলা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম হচ্ছেন সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে ও স্থানীয় ফেন্ডস ক্যাবল অপারেটরের কর্মী।
জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর শপলা ক্লাবের সামনে ড্রামবোঝাই একটি টাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে এবং ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল