২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর সদর উপজেলা থেকে বিআরডিবি’র মাঠ কর্মী মিজানুর রহমানকে (৪০) দুদকের মামলায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর ঠক্কর এলাকার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান ধর্মপুর ইউনিয়নের নোয়াখালী মৌজা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
দুদক সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) মাঠ কর্মী মিজানুর রহমান নোয়াখালী সদরে কর্মরত থাকা অবস্থায় গ্রাহকদের প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অর্থ আত্মসাতের একটি মামলা হয়েছে।
এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে মিজানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বরখাস্তের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে তাকে ঠক্কর এলাকা থেকে আটক করেছে দুদক। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দুদক নোয়াখালী উপ-সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বিআরডিবি কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মীর্জা মো: হাছানও বিআরডিবি কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল