ধামরাইয়ের কালামপুরে ইউনুস (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালামপুর বাজার এলাকার একটি কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুসের বাড়ী কুষ্টিয়ার কমলাপুর এলাকায়। তার দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছেন। তিনি স্থানীয় বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানার ওয়েলডিং সেকশনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি ইউনুস। বুধবার সকালে পথচারীরা কালামপুর বাজার এলাকায় কলাবাগানে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল