এমপিওভুক্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্তরে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এশারত আলী, শিক্ষক নেতা আতিকুল ইসলাম, মোসলেম উদ্দিন, রাজিয়া সুলতানা, আল-আমিন, আসাদুজ্জামান, আব্দুল লতিফ, আলতাফ হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল