টাঙ্গাইলে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে। আজ বুধবার সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, অধ্যক্ষ মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন প্রমুখ। বক্তরা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল