চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাজার এলাকা থেকে ৮শ' বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছত্রাজিতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মজিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৮) ও একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে শামীম হোসেন (২৭)।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছত্রাজিতপুর বাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮শ' বোতল ফেন্সিডিলসহ আলাউদ্দিন ও শামীমকে আটক করা হয়। এসময় ঢাকা মেট্রো ট-১৬-০৯১০ ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল