বাগেরহাটে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, বাগেরহাট বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা, স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং যোগদানের তারিখ হতে চাকুরির বয়স গণনার দাবি জানান। অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/হিমেল/মন্টু