জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে বুধবার অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান ওই কর্মশালার উদ্বোধন করেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল, ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক অজিত কুমার সরকার, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী প্রমুখ।
কর্মশালায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানান।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম