গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মীরেরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, আজ দুপুর ২টার দিকে মীরেরগাঁও এলাকার রেলওয়ে ব্রিজ অতিক্রম করার সময় নীলফামারীগামী নীলসাগর ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি ব্রিজের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে হালকা হলুদ রংয়ের জিন্সের প্যান্ট ও সবুজ গেঞ্জি রয়েছে।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম