কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বুধবার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন খোকন(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া গ্রামের মৃত তাজুল ইসলাম মজুমদারের পুত্র।
চৌদ্দগ্রাম থানার এএসআই মোঃ শাহজাহান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের দেড়কোটা বাজারে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন খোকনকে আটক করি। পরে তার শার্টের পকেটে তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর