সাতক্ষীরার তালা উপজেলায় ছাদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রবিউল ইসলাম (৫০) স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে স্কুল থেকে ফিরে নিজ বাড়ির নতুন ঢালাই করা ছাদে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন রবিউল। এসময় ওই মোটরের বিদ্যুতের লাইনে ত্রুটি থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম