লামায় তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা চলে। প্রশিক্ষণে লামা উপজেলার সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা সহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে প্রশিক্ষণে মূল আলোচক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। রিসোর্স পার্সন হিসেবে আরো ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ।
উক্ত প্রশিক্ষণে লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/তাফসীর