ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া বাজারে অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের ৪৫ বস্তা চাল জব্দ করেছেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ ৪৫ বস্তা চাল আটক করা হয়। এ সময় সাবেক ডিলার নূরুল্লাহ পালিয়ে যায়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, নান্দাইল ইউনিয়নের সাবেক ডিলার নূরুল্লাহ গত সেপ্টেম্বর মাসের জন্য বরাদ্ধকৃত চাউল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে মাস্টার রোল জমা দিয়ে দেয়। সেই সাথে লুকিয়ে রাখা চাল পাচারের চেষ্টা চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দাতারাটিয়া বাজারের তার ঘর থেকেই ৪৫ বস্তা চাল জব্দ করে নান্দাইল মডেল থানায় পাঠিয়ে দেয়া হয়। এ সময় ঘরটি সিলগালা করে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে নান্দাইল মডেল থানায় এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ