সাভারের ভাগলপুর বালুরঘাট এলাকায় বুধবার রাতে এগার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিনুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার রাতে নিজ বাড়ির সামনে থেকে শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আমিনুল। স্থানীয়রা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার