রাঙামাটি শহরের কে কে রায় সড়কের রাজবন বিহারে বুধবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান ও একটি বসতঘর আগুনে পুড়ে যায়।
জানা যায়, একটি দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
রাঙামাটি ফয়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার