চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান সজিব (১৩) অপহরণ ও হত্যা মামলার আসামি সবুজ ও শাকিল বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গার দর্শনার শান্তিপাড়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়ায় সন্ত্রাসীদের গোপন বৈঠকের খবর পায় র্যাব। খবর পেয়ে বুধবার দিনগত রাত তিনটার দিকে ঝিনাইদহ র্যাব অভিযান চালায়। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ার সবুজ ও দামুড়হুদার শাকিল ঘটনাস্থলে নিহত হয়। তারা দুজন অপহৃত স্কুলছাত্র সজীব হত্যা মামলার আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে র্যাব একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গত ২৯ জুলাই রাতে দামুড়হুদা থেকে নিখোঁজ হয়ে পড়ে স্কুলছাত্র সজীব। সে চুয়াডাঙ্গা ভিজে স্কুলের ৮ম শ্রেনির ছাত্র ছিল। পরে ঝিনাইদহ র্যাব চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত সজিবের লাশ উদ্ধার করে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই মামলার প্রধান আসামি সদর উপজেলার আলুকদিয়ার ইউপি মেম্বার রাকিবুল ইসলাম রাকিব দামুড়হুদার গোবিন্দহুদায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৬/ এ মজুমদার/ আফরোজ