জয়পুরহাটে সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামে ট্রাক চাপায় নাজমুল হোসেন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম।
নিহত নাজমুল নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা ও জয়পুরহাট নূরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
স্থানীয়রা জানান, সকালে জয়পুরহাট থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুর যাচ্ছিলেন নাজমুল। পথিমধ্যে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব