ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতেরদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা
বৃহস্পতিবার সকালে উপজেলার নিত্যান্দনপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
আহতরা হলেন অলিউল্লাহ, শিমুল, তুহিন, শাহানাজ, জাহাঙ্গীর, স্বপন ও সুজায়েতরসহ ১০ জন। এদের মধ্যে রাজু ও সুজায়েতের অবস্থা আশঙ্কজনক।
জাহাঙ্গীর খাঁন নামে এক এলাকাববাসী জানান, গত বুধবার মাঠ থেকে বাড়ি ফেরার পথে নিত্যান্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা টিটো শিকদারের সমর্থক মতিনের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস গ্রুপের লোকজন। এঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে ফের টিটো শিকদার গ্রুপের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে ওই ১০ জনকে মারাত্মক আহত করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব