ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়।
বুধবার গভীর রাতে ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান মধুখালী থানার ওসি মো. রুহুল আমীন।
আটক ছিনতাইকারীর নাম মো. আলী আশরাফ নান্নু (২৮)। তিনি মাগুরা সদর উপজেলার মো. শরিফুল ইসলামের পুত্র।
ওসি রুহুল আমীন জানান, চারজন দুর্বৃত্ত ঢাকা থেকে মধুখালী যাওয়ার কথা বলে প্রাইভেটকারটি ঢাকার উত্তরা থেকে ভাড়া করে নিয়ে আসে। মধুখালীর পরীক্ষিতপুর এলাকায় নির্জন স্থানে পৌঁছালে গাড়ির চালক জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে নামিয়ে প্রাইভেটকারটি নিয়ে মাগুরার দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
প্রাইভেটকারের চালক জসিম উদ্দিন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বাগাট এলাকায় ধাওয়া করে প্রাইভেটকারটি উদ্ধার করে। এসময় আন্তঃজেলা গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য আলী আশরাফ নান্নুকে আটক করে। অভিযানকালে ছিনতাইকারী চক্রের অপর তিন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব