সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রেহাইশুড়িবেড় এলাকা থেকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ফাতেমা বেগম উপজেলার রেহাইশুড়িবেড় গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
কাজিপুর থানার নাটুয়ার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার শামীম হোসেন জানান, আজ সকালে নিজ ঘরে বৃদ্ধার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/17