ময়মনসিংহের ভালুকায় ইউপি নির্বাচনে রফিকুল ইসলাম ইসমাইল নামের এক ইউপি সদস্য জেলে থেকেও বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার স্থগিতকৃত হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে নির্বাচন করেন তিনি।
ক্রিকেট ব্যাট প্রতীকে মোট ১২১৬ ভোট পেয়ে রফিকুল ইসলাম বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবয়েল প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৩৮ ভোট।
ঠিকাদারের কাছে ঘুষ দাবির অভিযোগে বেশ কিছুদিন পূর্বে গ্রেফতার হন রফিকুল ইসলাম। এর আগেই তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। রফিকুল ইসলামের স্ত্রী আছমা আক্তারের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে জেল হাজাতে পাঠানো হয়েছে। প্রায় দেড় মাস যাবৎ তিনি এই মামলায় কারাভোগ করছেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৯