সারাদেশে একযোগে শুরু হওয়া জেএসসি-জেডিসি পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষার প্রথম দিন সাধারণ বোর্ডের অধীনে বাংলা প্রথম বিষয় ও মাদ্রাসা বোর্ডের কুরআন মাজিদ বিষয়ে মোট ৩২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবারে শিবগঞ্জ উপজেলায় নিয়মিত-অনিয়মিত সাধারণ বোর্ডের অধীনে ৩ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৭৩৫ জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে, সাধারণ বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা প্রথম বিষয়ে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল কেন্দ্রে ২ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন অনুপস্থিত ছিল।
কানসাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন অনুপস্থিত ছিল। দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৩১ জন পরীক্ষার্থী মধ্যে ৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা কেন্দ্রসহ আরও দুটি ভেন্যুতে কুরআর মাজিদ বিষয়ে ২ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল