জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ১০ টাকা কেজির ২৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে এমন খবর পেয়ে দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে পুলিশ ছোট জয়রামপুর এলাকায় চাল ব্যবসায়ী আবু তালেব আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২৬ বস্তা চাল জব্দ করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-১০