জেএসসি পরীক্ষা ক্ষেন্দ্রে মোবাইল রাখার অভিযোগে দিনাজপুরের খানসামায় ৪ শিক্ষককে ১ হাজার ৮শ' টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান সাংবাদিকদের জানান, জেএসসি পরীক্ষা চলাকালে খানসামার জমির উদ্দিন শাহ মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে নিউ পাকের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজউদ্দিন, আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়কে কক্ষের ভিতরে মোবাইলসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৮শত টাকা করে অর্থদণ্ড করা হয়।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-১১