ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর চৌরঙ্গী এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সময় আবু তাহের (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলা জামালপুর চৌরঙ্গী এলাকায় এক ৬ বছরের শিশুকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আবু তাহের নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। লম্পট বৃদ্ধ পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৬/মাহবুব