মাদারীপুর পৌর এলাকার লেকের পাড় থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকালে ফেন্সিডিলসহ সাব্বির মোস্তফা (২৫) নামে ওই যুবককে আটক করা হয়।
মাদারীপুর ডিবি পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে শহরের লেকের পাড় এলাকা থেকে ৮ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাব্বির মোস্তফা(২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক সাব্বির শহরের শকুনী এলাকার গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-১৫