পিরোজপুর শহরের মাছিমপুর এলাকা থেকে খাদিজা বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ মাছিমপুরের ধোপাবাড়ি সড়কের ভাড়া বাসা থেকে খাদিজার মৃত দেহ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী হাফিজুর রহমান পলাতক রয়েছেন। এদের দুজনের বাড়ি সদর উপজেলার দূর্গাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়দের ধারনা খাদিজার স্বামী হাফিজুর রহমান তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। পিরোজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল ওয়ারেস জানান, রাতে হাফিজুর তার এক বন্ধুকে মোবাইলে জানায় তার স্ত্রী খাদিজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সেই বন্ধু থানায় ফোন করে পুলিশকে জানালে পুলিশ বাসায় গিয়ে বিছানায় শায়িত অবস্থায় খাদিজার মৃতদেহ পড়ে থাকতে দেখে।
তিনি আরও জানান, খাদিজাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে । গৃহবধূর স্বামী হাফিজুরকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৬/হিমেল-২৩