গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক্টরের চাপায় মো. আবদুস সোবহান (৩১) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী পাকা সড়কের পলাশবাড়ী উপজেলার রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা আনোয়ারুল মিস্ত্রি (২৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। পরে আনোয়ারুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আবদুস সোবহান সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইসাইকেলে করে সোবহান ও আনোয়ারুল মিস্ত্রি ঠুঠিয়াপুকুর থেকে পলাশবাড়ী উপজেলার উদ্দেশে রওনা হন। পথে রাইচমিল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুস সোবহানের মৃত্যু হয়। আহত আনোয়ারুল মিস্ত্রি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘাতক ট্রাক্টরটি শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল