বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, অপহরণকারীদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে পাঠানো হবে।
২নং ওয়ার্ড মেম্বার কুতুব উদ্দিন জানান, মঙ্গলবার রাত ৯টায় হারগাজা ফকিরাখোলা এলাকা থেকে ডাকাত দল চার ব্যক্তিকে অপহরণ করে। অপহৃতরা হল মনু আলম (৬০), কালা পুতু (৪০), জহির আলম (৪২) ও জাবের আহামদ (৫৫)। মুহুর্তে ঘটনাটি জানাজানি হলে, স্থানীয় পাঁচ শতাধিক লোকজন চারদিক থেকে ঘেরাও করে অপহৃতদের উদ্ধার করে এবং ডাকাত দলের দুই জনকে আটক করে। আটকককৃত ডাকাত দলের সদস্যদের পরে গণপিটুনি দেয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, হারগাজা এলাকাটি অপহরণ ও ডাকাতের জন্য অভয়রাণ্য হিসেবে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ফাঁসিয়াখালী ইউপি সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারকে অপহরণ করা হয়। অপহরণের ২০ ঘন্টা পর তিন লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-০২