ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে বারো বাজার ইউপি চেয়ারম্যান আবুল কালামের ভাই সোহেল রানাও রয়েছেন। মঙ্গলবার দিবাগতরাত ১টার দিকে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ব্যবসায়ীরা অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য জড়ো করেছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। অভিযানকালে ইউপি চেয়ারম্যানের ভাই সোহেল রানা ও সোহানকে আটক করা হয়। এসময় জামাল নামের অপর এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। পরে ওই বাড়িতে অভিযান
চালিয়ে ১টি দেশীয় রিভলবার, ৪টি শাটার গান, ৩ হাজার বোতল ফেনসিডিল ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে। বাড়িটিতে এখনও অভিযান চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বারো বাজার রেলওয়ে মাছের আড়ৎ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম
আজাদকে আটক করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৬