যশোরের মণিরামপুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় শ্রমিক দলের নেতা আনিসুর রহমান (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মণিরামপুরে বেগারিতলায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ছিলেন। তিনি মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি গ্রামের আনোয়ার মেম্বারের ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বেগারিতলায় মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওসি। তিনি আরও বলেন, নিহত আনিসুরের বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগ কর্মী শাহীন হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
নিহত আনিসুরের ভাই আজিজুর রহমান জানান, তার ভাই আনিস মণিরামপুর বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। ৩০ অক্টোবর ভোরে আনিসকে পুলিশ আটক করে। এরপর আজ তার মৃত্যুর খবর পেয়ে ভাইয়ের লাশ দেখতে তিনি যশোর জেনারেল হাসপাতালে এসেছেন।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-১৪