দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আব্দুল্লাহপুর এলাকায় মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফ আলী চৌধুরী জানান, লাশ মর্গে রাখা হয়েছে। রাতে কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-১৫