সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের চালক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়। আহত হয় অন্তত ১৫ জন। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-১৬