খাগড়াছড়িতে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। সকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পৌর মেয়র মো. রফিকুল আলমের রির্টান প্রধান অতিথির মাধ্যমে জমা দেয়ার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ কর দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে দেশপ্রেমিক নাগরিকের পরিচয় দেয়ার আহবান জানান। একই সাথে তিন পার্বত্য জেলায় পাহাড়ি-বাঙ্গালির কর বৈষম্য দূর করা, পাহাড়িদের কর মওকুপের সুযোগকে কাজে লাগিয়ে কর ফাঁকি রোধ করাসহ খাগড়াছড়িতে কর অঞ্চলের কার্যালয় স্থাপনের দাবি জানান।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-১২