রাজশাহীর চারঘাটে পদ্মায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে চার জেলেকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল খালেক চারঘাটের পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল খালেক জানান, মঙ্গলবার রাতে পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে উপজেলার চন্দনশহর গ্রামের আসাদুল হক (৩৫), একই গ্রামের আহাদুজ্জামান (৩৮), বাবলু (৩২) ও রাওথা গ্রামের রিপন আলীকে (৪২) আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫