“সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই” এ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে আয়কর মেলা। আজ বুধবার সকালে শহরের বাগবাড়ীস্থ কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়।
কুমিল্লা কর অঞ্চল সহকারী কর কমিশনার মাহমুদুল হাছান ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক মো. শামছুল ইসলাম। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় ১০টি স্টল বসিয়ে করদাতাদের সেবা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৩