ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ কলেজের অধ্যক্ষকে অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছেন। কলেজ অধ্যক্ষ জানান, তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার সকালে কতিপয় ছাত্রলীগ নেতা কলেজ আঙ্গিনায় ছাত্রীদের উত্যক্ত করে। ছাত্রীরা অধ্যক্ষ আইয়ুব আলীকে জানালে তিনি ওই নেতাদের কলেজ থেকে বের করে দেয়। কিছু সময় পর ১০/১২ জন ছাত্রলীগ নেতা অধ্যক্ষের কক্ষে ঢুকে অধ্যক্ষের মাথার দু'পাশে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। এসময় অন্যান্য শিক্ষক ও কলেজ কর্মচারীরা ঝাঁপিয়ে পড়ে অধ্যক্ষকে রক্ষা করেন।
পরে কলেজের কয়েকশ ছাত্রছাত্রী জড়ো হয়ে ধাওয়া করলে তারা অস্ত্র উঁচিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় ছাত্রছাত্রীরা ঢাকা-চাটখিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এক ঘন্টা অবরোধের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৬