বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরির ৩ ঘণ্টার ব্যবধানে চুরি চক্রের হোতাকে আটক করেছে পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাত ৮টায় ভারতে তৈরি মোটরসাইকেলটি চুরির ৩ ঘণ্টা পর মেট্রোপলিটনের মহাবাজ এলাকার একটি বাসা থেকে চুরির হোতা শাওন মাতব্বরকে আটক এবং মোটরসাইকেলটি উদ্ধার করে নগরীর কাউনিয়া থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় মোটর সাইকেলের মালিক ঝালকাঠীর সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটক শাওন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি এলাকায় শামীম মাতুব্বরের ছেলে। নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকেন তিনি। অভিযোগ আছে, শাওন সম্প্রতি পিরোজপুরের স্বরূপকাঠী থেকে একটি মোটরসাইকেল চুরি করে। ওই মোটরসাইকেলটি শাওনের কাছ থেকে উদ্ধার এবং তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ। জামিনে বের হয়েই আবার মোটর সাইকেল চুরি করে ধরা পড়েন তিনি।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে শাওন মোটরসাইকেল চুরির চাঞ্চল্যকর নানা তথ্য এবং ফেরদৌস ও বাবুসহ তার ২০ সহযোগীর নাম বলেছে। বর্তমানে তাদের খুঁজছে পুলিশ।
পুলিশ জানায়, ঝালকাঠীর সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন গত সোমবার রাত ৮টার দিকে তার এক অসুস্থ নিকট আত্মীয়কে দেখকে শেবাচিম হাসপাতালে যান। মোটরসাইকেলটি রাখেন হাসপাতালের সিঁড়ির সামনে। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে নেমে তিনি দেখেন মোটরসাইকেলটি নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। কাউনিয়া থানা পুলিশ ওই রাতেই তৎপরতা চালিয়ে মহাবাজ এলাকার একটি বাসা থেকে শাওনকে আটক এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে শাওনকে কোতয়ালী থানায় সোপর্দ করে কাউনিয়া থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, শাওনকে জিজ্ঞাসাবাদে সে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া সে মোটরসাইকেল চুরির নানা চাঞ্চল্যকর তথ্য এবং তার সহযোগীদের নাম প্রকাশ করেছে। মোটর সাইকেল চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে শাওন চুরি চক্রের যেসব সদস্যের নাম বলেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৫