বাগেরহাটের রামপালে খাল থেকে রশি দিয়ে হাত-পা বাঁধা ভাসমান অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণ বাঁশেরহুলা গ্রামের সিদেলখালি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে তার লাশ ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে। তার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরনে জাম রংয়ের ফুল প্যান্ট ও হাফ শার্ট রয়েছে। তার গায়ের রং ফর্সা।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, 'স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়। লাশের দুই হাত, দুই পা ও কোমর রশি দিয়ে বাঁধা ছিল। নিহতের শরীর পচে গন্ধ ছড়াচ্ছে। অন্তত তিন থেকে চারদিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ০২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩